Wednesday, May 15, 2013

css tutorial



সিএসএস কি? 

Cascading Style Sheet এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে CSS সহজ ভাষায় ওয়েব পেজের বিভিন্ন উপাদানের গঠন, আকার, আকৃতি, অবস্থান, রং, গতিশীলতা ইত্যাদি নির্ধারণের সহজ কৌশল হচ্ছে CSS

সিএসএস কেন প্রয়োজন? 

একটা সময় ছিল যখন শুধুমাত্র HTML দিয়েই একটি ওয়েব সাইটের ডিজাইন করা হতো সে সময়ে ডিজাইন বলতে একটা ওয়েব পেজের বিভিন্ন ফন্ট এর কালার, সাইজ, টেবিলের বিভিন্ন সেলের কালার, পুরো পৃষ্ঠার ব্যাকগ্রাউন্ড কালার, এবং প্রয়োজনীয় ইমেজ সংযোজনকে বোঝানো হতোএবং প্রতিটা পেজের প্রতিটা উপাদানের জন্যই আলাদা আলাদাভাবে কালার, সাইজ নির্ধারণ করতে হতোযা ছিল একটা জটিল প্রক্রিয়া, এবং সময় সাপেক্ষ ব্যাপার বর্তমানে যদি একটা ওয়েব সাইটে ১০০০ বা এর অধিক একই ধরনের পেজ থাকে তাহলেও একটি মাত্র CSS স্ক্রিপ্ট ব্যবহার করে ডিজাইন সম্পূর্ণ করা হয়

সিলেক্টর

CSS এর মাধ্যমে HTML দ্বারা তৈরি করা ওয়েব পেজের বিভিন্ন অংশকে নির্দিষ্ট করে গঠন, আকার, আকৃতি, অবস্থান, রং, গতিশীলতা ইত্যাদি নির্ধারণ করা হয়HTML দ্বারা তৈরি ওয়েব পেজের কোন অংশকে নির্দিষ্টভাবে চিহ্নিত করার জন্য সিলেক্টর ব্যবহার করা হয় CSS এ বেশ কয়েক ধরণের সিলেক্টর ব্যবহার করা হয় এ গুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ....
·         ট্যাগ সিলেক্টর
·         ক্লাস সিলেক্টর
·         আইডি সিলেক্টর


ট্যাগ সিলেক্টর

CSS এ ওয়েব পেজের কোন অংশকে নির্দিষ্টভাবে চিহ্নিত করার জন্য যখন HTML ট্যাগ সমূহ ব্যবহার করা হয় তাকে ট্যাগ সিলেক্টর বলেযেমন
·         body{background: #FC9;
·         font-family: Tahoma;
·         color: #F60;}

Basic  system
<html>
<head>
<title> Selectors</title>
<style>
</style>
</head>
<body >
</body>
</html>

অনুশীলন প্রজেক্ট

<html>
<head>
<title> Selectors</title>
<style>
body{background: #FC9;
font-family: Tahoma;
color: #F60;}
</style>


</head>
<body >
<marquee>
<h1>www.timeinfobd.com</h1>
</marquee>

</body>

</html>

body {background: #FC9; font-family: Tahoma; color: #F60;} এখানে body ট্যাগ সিলেক্টর
Example:




 

 

ক্লাস সিলেক্টর

CSS এ ওয়েব পেজের কোন অংশ বা এক বা একাধিক উপাদানকে নির্দিষ্টভাবে চিহ্নিত করার একটি অন্যতম পদ্ধতি ক্লাস সিলেক্টর একাধিক উপাদানকে একই ক্লাস সিলেক্টর দ্বারা চিহ্নিত করা যায়, তাই এটি কোডিং এর পরিমাণ হ্রাস করতে সাহায্য করে
যেমন <p class="mar"> 24 / 7 Support</p> এর জন্য css কোড
.mar{color: #C03;
font-size:36px}
ক্লাস সিলেক্টর নির্দেশ করার জন্য HTML ট্যাগের মধ্যে class কি-ওয়ার্ড ব্যবহার করা হয় এর পর = চিহ্ন দিয়ে ডাবল কোটেশন এর ভেতরে ক্লাস এর নাম লেখা হয়যেমন <p class="mar">এখানে mar ক্লাসের নাম স্টাইল সিটে ক্লাসকে চিহ্নিত করতে (.) ডট চিহ্ন ব্যবহার করা হয়

অনুশীলন প্রজেক্ট

<html>
<head>
<title> Selectors</title>
<style>
body{background: #FFC}
.post{color:#066;
font-family:Tahoma;
text-align:justify;}
.mar{color: #C03;
font-size:36px}
</style>


</head>
<body >
<h1>www.tutohost.com</h1>
<p class="post">
We are bangladeshi Hostgator hosting provider. The world wide technical and support team is working for your best movement. </p>
<p class="post">
We are dedicated with client requrement. You can host your huge data of your company with our secured and hacking proof server. We are taking care of more than 1000 bangladeshi websites and their huge information.
</p>
<marquee>
<p class="mar"> 24 / 7 Support</p>
</marquee>

</body>
</html>
একটা  নোটপ্যাড  open  করে  উপরের code  টুকু  লিখে  file  মেনু  থেকে  Save as এ ক্লিক করে File name:  index.html  ,   Save as type : All files,  দিয়ে save করে index.html ফাইলটি Mozilla Firefox দিয়ে open করলে নিচে প্রদর্শিত ছবির মত দেখাবে


প্রজেক্ট বিশ্লেষণ

<p class="post"> এর মাধ্যমে একটি প্যারাগ্রাফের জন্য post নামে একটি ক্লাস নির্ধারণ করা হয়েছে
<p class="post"> এর মাধ্যমে অপর একটি প্যারাগ্রাফের জন্য post নামে একটি ক্লাস নির্ধারণ করা হয়েছে
.post{color:#066;
font-family:Tahoma;
text-align:justify;}
এর মাধ্যমে post নামে নির্ধারিত ক্লাসযুক্ত উভয় প্যারাগ্রাফের জন্য স্টাইল নির্ধারণ করা হয়েছে
<p class="mar">এর মাধ্যমে একটি প্যারাগ্রাফের জন্য mar নামে একটি ক্লাস নির্ধারণ করা হয়েছে
.mar{color: #C03;
font-size:36px}
এর মাধ্যমে mar নামে নির্ধারিত ক্লাসযুক্ত প্যারাগ্রাফের জন্য স্টাইল নির্ধারণ করা হয়েছে

 

কোড লেখার পদ্ধতি

যে কোন প্রোগ্রাম লেখার জন্যই কোন একটা এডিটর ব্যবহার করে কোডিং করতে হয়সি এস এস এর  জন্য প্রাথমিকভাবে এডিটর হিসেবে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ডিফল্ট এডিটর notepad ব্যবহার করা যেতে পারে এবং বাড়তি সুবিধা পাবার জন্য এডভান্স এডিটর হিসেবে Dreamweaver ব্যবহার করলে কাজ অনেক সহজ হয়ে যাবে

 

সিএস এস Syntax

সি এস এস syntax দুটি অংশে বিভক্ত যথা Selector  এবং Declaration
 
Selector অংশে ট্যাগ সিলেক্টর হিসেবে HTML ট্যাগ বা ক্লাস সিলেক্টর হিসেবে HTML ট্যাগ এর ক্লাস এর নাম অথবা আইডি সিলেক্টর হিসেবে HTML ট্যাগ এর আইডি এর নাম বসে
প্রতিটা Declaration এর একটি property  এবং  একটি value থাকে

অনুশীলন প্রজেক্ট

<html>
<head>
<title> Syntax</title>
<style>
body{background: #FFC}
#post1{color:#066;
font-family:Tahoma;
text-align:justify;}

#post2{color: #639;
font-family:Tahoma;
text-align:justify;}
#mar{color: #C03;
font-size:36px}
</style>

</head>
<body >
<h1>www.tutohost.com</h1>
<p id="post1">
We are bangladeshi Hostgator hosting provider. The world wide technical and support team is working for your best movement.
 </p>
<p id="post2">
We are dedicated with client requrement. You can host your huge data of your company with our secured and hacking proof server. We are taking care of more than 1000 bangladeshi websites and their huge information.
</p>
<marquee>
<p id="mar"> 24 / 7 Support</p>
</marquee>
</body>
</html>
একটা  নোটপ্যাড  open  করে  উপরের code  টুকু  লিখে  file  মেনু  থেকে  Save as এ ক্লিক করে File name:  index.html  ,   Save as type : All files,  দিয়ে save করে index.html ফাইলটি Mozilla Firefox দিয়ে open করলে নিচে প্রদর্শিত ছবির মত দেখাবে

No comments:

Post a Comment